বিএনপি নেতা তরিকুলকে আগাম জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। ফাইল ছবি
যশোরের কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে এক সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তরিকুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান।
গত ৪ অক্টোবর যশোরের কোতোয়ালি থানায় নাশকতার অভিযোগে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৫ অক্টোবর এ মামলা দায়ের করা হয়। আজ তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করেন।