নেত্রকোনায় ৫ পৌরসভায় ১৮ মেয়র পদপ্রার্থী

আসন্ন পৌরসভা নির্বাচনে নেত্রকোনা জেলার ৫টি পৌরসভায় মেয়র পদে ১৮ জন, কাউন্সিলর ১৭৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দুয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডে মোছা. কল্পনা আক্তার ও ৩ নং ওয়ার্ডে মোছা শাহনাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম খান, বিএনপি সমর্থিত প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু, বিপ্লবী ওয়ার্কাস পার্টি থেকে সজীব সরকার রতন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হক ভূঁইয়া, বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আল মামুন কোকিল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২ নং ওয়ার্ডে মোছা. কল্পনা আক্তার ও ৩ নং ওয়ার্ডে মোছা. শাহনাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মাহবুবুন্নবী শেখ ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম শেখ, কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম, বিএনপি মনোনীত জামাল উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান ফরিদ, কাউন্সিলর পদে ৩১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মদন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম সাইফুল ইসলাম হান্নান, বিএনপি মনোনীত প্রার্থী মাশফিকুর রহমান বাচ্চু, জাতীয় পার্টি মনোনীত মো. ফিরোজ খান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, আব্দুল হান্নান তালুকদার ও রুহুল আমীন, কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।