নেত্রকোনায় হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

নেত্রকোনায় আখতার আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম খান জানিয়েছেন, দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন তাহমিনা, দুলাল, হায়দার, চাঁন মিয়া ও রায়হান। তাঁরা সবাই নাটোর জেলার বড়াইগ্রাম থানার শিবপুর গ্রামের বাসিন্দা। আসামিদের মধ্যে তাহমিনা, দুলাল ও হায়দার পলাতক। ১৯৯৮ সালের ২৫ নভেম্বর আখতার আলী নিহত হন। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাচগাঁ গ্রামের বাসিন্দা। ১৬ বছর পর আদালত এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, আখতার আলী ও তাঁর পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুস ছালামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ছালাম আসামিদের নাটোর থেকে এনে ভাড়াটিয়া খুনি হিসেবে ব্যবহার করে। আসামিরা ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সকালে আখতার আলীর বাড়িতে প্রবেশ করে তাঁকে গুলি করে হত্যা করে।
ঘটনার দিন রাতে নিহতের ছোট বোন অরুণা খাতুন সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আজম খান এবং আসামি পক্ষে ছিলেন পীযূষ কুমার সাহা ও শামছুদ্দিন আহমেদ।