আবাসিক খাতে গ্যাস দেওয়া হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে। ছবি : এনটিভি
দেশের আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে নতুন কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের প্রশিক্ষণ কোর্স টিওটির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
urgentPhoto
নসরুল হামিদ বলেন, গ্যাস সংযোগ আর না দিয়ে এলপিজির ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে আগামী দিনে সিলিন্ডারে সরকার ভর্তুকিও দিতে পারে বলে জানান তিনি।
অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়ানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। তাই রামপালে বিদ্যুৎকেন্দ্র হবে পরিবেশবান্ধব। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ এবং এ খাতে বিদ্যমান দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান নসরুল হামিদ।