ভৈরবে মাদকসেবনের দায়ে আটজনকে সাজা

কিশোরগঞ্জের ভৈরবে মাদকসেবনের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রাতে তাদের এই সাজা দেওয়া হয়।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শহরের ঘোড়াকান্দা মোল্লাবাড়ির মোক্তার হোসেন (৩৫), শাহিন মিয়া (৩০) ও আরমান মিয়া (৩৫), পঞ্চবটী গ্রামের সুজন মিয়া (৩১), কমলপুর গ্রামের নাইম মিয়া (৩০) ও আমলাপাড়ার শফিকুল ইসলাম (৩২), কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকার বলাই চন্দ্র দাস (৩৩) ও ধন মিয়া (৩০)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সন্ধ্যার পর র্যাবের কাছে খবর আসে একদল মাদকসেবী শহরের পঞ্চবটী বালুরমাঠ এলাকায় মাদকসেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় র্যাব।
অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় মোক্তার হোসেন, শাহিন মিয়া, আরমান মিয়া, সুজন মিয়া, নাইম মিয়া, শফিকুল ইসলাম, বলাই চন্দ্র দাস ও ধন মিয়াকে আটক করে র্যাব। পরে তাদের স্বীকারোক্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা অভিযুক্ত শাহিন মিয়াকে সাত দিন ও বাকি সাতজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।