ভৈরবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কিশোরগঞ্জের ভৈরবে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাশ্রমে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘পথফুল পাঠশালা’র উদ্যোগে রোববার মেঘনা নদীর তীর এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্থানীয় মেঘনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
এ আয়োজন সম্পর্কে পথফুল পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষক শামীম রহমান জয় বলেন, ‘মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ ছাড়া জরুরি প্রয়োজনে প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা দরকার।’
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উপ-কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান শাওনের নেতৃত্বে শিক্ষক তানভীর আলম হিমেল, নাফিউল নাহিদ, তুষার ইমরান, রামিম, শাহাদাত সরকার, রিয়াজ, প্রিয়াঙ্কা, সাদিয়া, ইফতি ও শরিফুল ইসলাম পাপ্পু ওই ক্যাম্পেইনে সার্বিক সহায়তা করেন।