ময়মনসিংহে অটোরিকশা উল্টে এসআইসহ ৪ পুলিশ আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত এসআই মো. আকরাম হোসেন। ছবি : এনটিভি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খয়েরি মোড়ে আজ মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা উল্টে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. আকরাম হোসেন, কনস্টেবল লুৎফর রহমান, আল আমীন ও নুরুল ইসলাম।
আহত এসআই মো. আকরাম হোসেন জানান, ধোবাউড়ার দুধনব গ্রামে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার আসামি শরীফ ও ভিকটিমকে উদ্ধারে সোমবার রাতে সেখানে যান তাঁরা। আসামি ও ভিকটিম না পেয়ে ময়মনসিংহে ফেরার পথে ধোবাউড়ার খয়েরি মোড়ে আজ ভোরে তাঁদের বহনকারী অটোরিকশা উল্টে গিয়ে তাঁরা চারজন আহত হন।