যথাসময়ে ১৪ দলের চিঠির জবাব দেওয়া হবে : মেনন

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স থাকলেও মাদক ব্যবসায়ীরা বহাল তবিয়তেই আছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি জানিয়েছেন, যথাসময়ে ১৪ দলের চিঠির জবাব দেওয়া হবে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মেনন বলেন, ‘ঋণখেলাপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেদিকে নজর দেওয়া দরকার।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি আরো বলেন, ‘দেশে খুন, ধর্ষণ, অপহরণ অব্যাহত রয়েছে। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও মেয়েরা নিরাপদ নয়; তারই প্রমাণ ফেনীর নুসরাত হত্যা।’
মেনন বলেন, ‘সর্বশেষ ঋণ খেলাপের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৯৬ হাজার কোটি টাকা। টাকা কারা পাচার করল? কোথায় গেল টাকা? কোথায় সেই ঋণখেলাপিরা? তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে?’ তিনি আরো বলেন, ‘এই দুর্নীতিবিরোধী অভিযানকে যদি যৌক্তিক পরিণতি পৌঁছাতে হয় তাহলে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।’