ভৈরবে ওয়ারেন্টভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মুতিউজ্জামান ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে শহরের গাছতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ছিনতাই মামলায় আদালত কর্তৃক তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল রানার বাড়ি গাছতলাঘাট এলাকায়।
অপরদিকে উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকার বাসিন্দা ও ছিনতাই মামলার অপর পলাতক আসামি তারেক (১৯) ও চন্ডিবের মধ্যপাড়ার সাগরকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। একইদিন এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছড়া এলাকায় অভিযান চালিয়ে কুলিয়ারচর থানার ডাকাতি মামলার জি.আর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়। বদিউল আলম উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের বাসিন্দা।
এদিকে আজ শুক্রবার সকালে এসআই মতিউজ্জামান ও এএসআই মোস্তফা ভৈরব শহরের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে। আনোয়ারা উপজেলার শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।