নেত্রকোনায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নেত্রকোনায় হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ফুটবলার সাইফ খান বিপ্লব খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। ছবি : এনটিভি
নেত্রকোনায় হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মদনপুর মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ফুটবলার সাইফ খান বিপ্লব।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
সদর উপজেলার মদনপুর এলাকাবাসীর উদ্যোগে এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সহযোগিতায় ১৫টি দলের অংশগ্রহণে মাসব্যাপী খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলা হয় মদনপুর ইউনিয়ন বনাম লক্ষ্মীগঞ্জ একতা সংঘের মধ্যে। খেলায় লক্ষ্মীগঞ্জ একাদশ ১-০ গোলে মদনপুর একাদশকে পরাজিত করে।