৩০ দিনে পানিতে ডুবে ২১ জন নিহত, ১৪ জনই শিশু

ময়মনসিংহে গত এক মাসে পানিতে ডুবে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জনই শিশু।
ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সাঁতার না জানার কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটছে বলেও জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১৩টি উপজেলার মধ্যে মুক্তাগাছায় তিনজন, হালুয়াঘাটে চারজন, গফরগাঁওয়ে একজন, ধোবাউড়ায় দুজন, সদর উপজেলায় তিনজন, ভালুকায় তিনজন ও নান্দাইলে চারজন মারা গেছেন।
গত ১৭ জুলাই থেকে ২১ আগস্টের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে জেলার ত্রিশাল, তারাকান্দা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে কেউ মারা যায়নি।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম আবদুর রব বলেছেন, ‘পরিবারের সবার সাঁতার শেখা উচিত। আর নিজ নিজ শিশুসন্তানদের দিকে নজর দিতে হবে। বাড়ির পাশে পুকুর, জলাশয় বা নদী থেকে তাদের দূরে রাখার বিষয়ে আরো সচেতন থাকতে হবে।’