গোপালগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে সাহেব আলী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার সীতাইকুণ্ড খাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, স্থানীয়রা সীতাইকুণ্ড ব্রিজের নিচের খালে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। সাহেব আলী ভিক্ষাবৃত্তি করতেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।