চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে গণধর্ষণ

ঢাকার সাভারে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সাভারের একটি এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আজ সোমবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী কয়েকদিন আগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পোশাক কারখানায় চাকরির খোঁজে সাভারে তাঁর বোনের বাসায় আসে। চাকরি দেওয়ার কথা বলে, ওই কিশোরীকে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এলাকার আনোয়ার, জাকির, সুজাত ও পলাশ নামের চার বখাটে যুবক। পরে ওই কিশোরী অসুস্থ অবস্থায় বাড়ি গিয়ে তার বোনকে বিষয়টি জানায়। পরে রক্তক্ষণের কারণে গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে আনোয়ার ও জাকির নামের দুজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বলেন, ওই কিশোরীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পলাতক দুই ধর্ষণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।