মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

গাড়ি পোড়ানোর মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো।
অপর আসামিরা হলেন আব্দুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু, জাহাঙ্গীর খাঁ।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের শুনানি শেষে বিচারক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ ছাড়া মামলায় আসামিদের মধ্যে জামিনে থাকা আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, জাহাঙ্গীর খাঁ ও আমিনুল ইসলাম আদালতে হাজির না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অন্যদিকে জামিনে থাকা লুৎফর ও শাজাহান বাবু আদালতে হাজির ছিলেন। আর মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন আবদুর রহিম ও রিপন কুমার কুণ্ডু।
আজ অভিযোগ গঠনের শুনানির সময় মাহমুদুর রহমানকে অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
মাহমুদুর রহমানের পক্ষে আজ আদালতে শুনানি করেন জয়নাল আবেদিন মেজবা ও বেলাল হোসেন জসিম।
২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার ফার্মভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে চালক আনোয়ার হোসেন বাদী হয়ে মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
পরের বছর ২৪ এপ্রিল তেজগাঁও থানা পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।