‘বিদেশি প্রকৌশলীরা না ফিরলে জরিমানা’

দুই বিদেশি হত্যার ঘটনার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে স্পেনের একটি প্রতিষ্ঠান তাদের ৪৩ জন প্রকৌশলীকে প্রত্যাহার করে। এদিকে ৫ নভেম্বরের মধ্যে ফিরে না এলে তাদের কোম্পানিকে জরিমানা করার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি একথা জানান।
মন্ত্রী এ সময় আট কোটি ৭৭ লাখ টাকার এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সিদ্ধিরগঞ্জসহ বিবিয়ানায় স্পেনের একটি কোম্পানি কাজ করছিল, তাদের ইঞ্জিনিয়ারদের তারা উইথড্র করেছে। ৪৩ জনের মতো ইঞ্জিনিয়ার তারা উইথড্র করেছে। একটি বিশেষ কোম্পানির। টিএসকেসহ আশুগঞ্জে স্পেনিশ আরো কোম্পানির প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছেন। ব্রিটিশরা কাজ করছেন আমাদের মাইনিং ফিল্ডে, এখানে চায়নিজরা কাজ করছেন বিদ্যুৎ প্লান্টে। আমাদের এখানে ইউক্রেনের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। এ ছাড়া সারা দেশে প্রচুর বিদেশি কাজ করছেন। তারা এবং রাষ্ট্রদূত কেউ আমাকে বলে নাই একটিবারের জন্য, যে তারা নিরাপদে নাই বাংলাদেশে। কেবলমাত্র একটি কোম্পানি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তারা চিঠি দিয়ে তাদের কর্মীদের প্রত্যাখ্যান করেছে। ’
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ‘আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি স্পেনের রাষ্ট্রদূতকে কল অন করেছি। তাঁকে আমি সময় বেঁধে দিয়েছি, তাঁর কোম্পানিকে সময় বেঁধে দিয়েছি। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাঁদের ফেরত আসতে হবে এবং আমি তাদেরকে পেনাল্টি (জরিমানা) করব। টা টার কোনো মানে থাকতে পারে না, আমি মনে করি। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে বিদেশিরা নিরাপদ ফিল করবেন না।’
মন্ত্রী আরো বলেন, ‘রাষ্ট্রদূতরা যখন নিজেরা বলছেন, স্পেনের রাষ্ট্রদূত মিডিয়ার সামনে বলেছেন- আমি যথেষ্ট নিরাপদে আছি এবং সবকিছুই ভালো আছে এ দেশের জন্য।’
‘আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। এই দেশের যে উন্নয়ন ঘটছে, সারা দেশব্যাপী যে উন্নয়ন ঘটছে, সারা বিশ্বের কাছে আমরা একটা এক্সাম্পল হয়েছি। যে উন্নয়ন হচ্ছে তা বিশ্বের কাছে মডেল। বিশ্বব্যাংকের এমডি জাতিসংঘে উচ্চারণ করেছেন বাংলাদেশের সাফল্যের কথা।’ যোগ করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় (যুক্তরাষ্ট্রের নগরী) ঘোষণা দিয়েছেন তাঁর দেশ ভারতকে তিনি ডিজিটাল ভারতে রূপান্তর করতে চান। তার মানে আমাদের ফলো করছেন। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের মডেল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়েছে। এই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে কীভাবে রুখে রাখা যায়, দাবিয়ে রাখা যায় এটা সে ষড়যন্ত্রের একটা অংশ।’
পরে একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ভেতর কিছু স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।