‘ত্রিমুখী প্রেমের দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে নারী নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘ত্রিমুখী প্রেমের দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে সালমা আক্তার (৩০) নামের এক নারীশ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আট বছর আগে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মজিবরের মেয়ে সালমার সঙ্গে বিয়ে হয় মধুপুর উপজেলার বাসিন্দা পোশাকশ্রমিক মামুনের। সেখানে নিশাত নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। নিশাত বর্তমানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এদিকে সংসার শুরুর বছর দুয়েক পর সালমার ভরণপোষণ ও খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন মামুন। এর পরিপ্রেক্ষিতে মেয়েকে নিয়ে একপর্যায়ে বাপের বাড়িতে আশ্রয় নেন সালমা। সন্তানের ভরণপোষণ ও পড়াশোনার খরচ চালাতে একপর্যায়ে এলজিইডি প্রকল্পের মাটিকাটা শ্রমিক হিসেবেও কাজ করেন তিনি।
স্থানীয়দের দাবি, একপর্যায়ে সালমা এলাকার দুদু মিয়া ও সালাম নামের দুই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সালামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুদুর সঙ্গে ঘনিষ্ঠ হন সালমা।
এর মধ্যেই গতকাল রাতে শিবগঞ্জ যাওয়ার পথে গাড়াজান এলাকায় দুদু ও সালমার ওপর হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছুরিকাঘাতে নিহত হন সালমা। আহত হন দুদু। পরে এলাকার লোকজন দুদুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘প্রেমঘটিত কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সালমার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।’