ময়মনসিংহ জামায়াতের আমিরকে কলেজ থেকে বরখাস্ত

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন। ফাইল ছবি : এনটিভি
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেপ্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিনকে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মো. জসিম উদ্দিন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য।
নাশকতার মামলায় গত ২ অক্টোবর রাত ৯টায় নিজ বাসভবন থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান জানান, কলেজের পরিচালনা পর্ষদের সভায় অধ্যাপক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।