জয়পুরহাটে ঢাকার বাস থেকে হেরোইনসহ দুজন আটক

জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে ৩০৮ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া-বান্ধা বটগাছ এলাকার আবু ইউসুফ আলী (৩৫) ও পৌর এলাকার শেখপাড়া-নতুনহাটের রোকন হোসেন (৩৪)।
সংশ্লিষ্ট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা খবর পান দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্ত থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী নৈশ কোচে করে হেরোইন ঢাকায় নেওয়া যাওয়া হচ্ছে। রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন শিকদার কয়েকজন র্যাব সদস্য নিয়ে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে হিলির দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালান। এ সময় ৩০৮ গ্রাম হেরোইনসহ আবু ইউসুফ আলী ও রোকন হোসেন নামের দুজনকে হাতেনাতে আটক করেন। ওই সময় তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে।