ময়মনসিংহ সিটি ভোট: ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে আগ্রহী প্রার্থীদের প্রচারের ব্যানার-ফেস্টুনসহ যাবতীয় সামগ্রী অপসারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ এপ্রিলের মধ্যে এসব জিনিস তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই সিটিতে আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল তফসিল ঘোষণার পর আজ ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ইসি। এ সংক্রান্ত নির্দেশনার চিঠি স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের নির্বাচনী সামগ্রী থাকলে তা ৭ এপ্রিলের মধ্যে নিজ খরচে অপসারণ করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম এবং সর্বশেষ সিটি করপোরেশন। ৩৩ সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়।