কালরাত স্মরণে মানিকগঞ্জে আলোর মিছিল

কালরাত স্মরণে মানিকগঞ্জে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল। ছবি : এনটিভি
২৫ মার্চ। বাঙালির ইতিহাসে এ দিবাগত রাত চিহ্নিত হয়ে আছে বর্বর গণহত্যার স্মারক ‘কালরাত’ হিসেবে। এই রাতকে স্মরণ করতে আলোর মিছিলের আয়োজন করে মানিকগঞ্জ নবালয় খেলাঘর আসর।
সোমবার রাতে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মোমবাতী জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার।
নবালয় খেলাঘর আসরের সভাপতি প্রবেশ চন্দ্র সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, মানিকগঞ্জ জেলা কমিটির সহসভাপতি জগদীশ চন্দ্র মালো, নবালয় খেলাঘর আসরের সহসভাপতি আবুল হেসেন, আহ্বায়ক মো. মুনসুর আলীসহ অনেকেই।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে নবালয় খেলাঘর আসরের ছেলেমেয়েরা।