সুষ্ঠু নির্বাচনের দাবিতে মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের সড়ক অবরোধ

জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তিযোদ্ধারা। আজ সোমবার বেলা ১১টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ‘মুক্তিযোদ্ধা জনতা -মঞ্চ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ কর্মসূচি থেকে প্রশাসনের কাছে সাত দফা দাবি তোলা হয়। দাবিগুলো হলো- নির্বাচনী এলাকায় মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা চলবে না, নির্বাচনী এলাকায় ভয়-ভীতিহীনভাবে ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এমন পরিবেশ বজায় রাখতে হবে, নির্বাচনী প্রচারণায় সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করতে হবে, নির্বাচন ঘিরে এলাকায় চলমান সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে হবে, সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যারা নিরুৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং সুন্দর, উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন নৌকা প্রতীকে প্রার্থীকে অবৈধভাবে বিজয়ী করতে অপতৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে নির্বাচনকে প্রভাবিত করতে আনারস প্রতীকের ২৯ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। নৌকার প্রার্থী বিল্লাহ হোসেন সরকার তাঁর অবৈধ অর্থ আর পেশীশক্তি ব্যবহার করে পুরো এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করেছেন। তিনি জোর করে ভোটকেন্দ্র দখল করে কিংবা রাতের আঁধারে সিল মেরে ব্যালট বাক্স ভরে রেখে নিজেকে যেকোনো প্রকারে বিজয়ী করবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধারা আধা ঘণ্টা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মহাসড়কে অবস্থান করেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা-জনতা মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকারের হাতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণকালে ইউএনও নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও অবাধ হবে বলে তাদের আশ্বস্ত করেন।