নিখোঁজের দুইদিন পর লাশ মিলল ডোবায়

লক্ষ্মীপুরে দুইদিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম নুরুল আমীন। তিনি বাঞ্চানগর এলাকার ধনু মিয়ার ছেলে।
নরুল আমীনের ভায়রা ভাই জহির হোসেন জানান, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন নুরুল আমীন। দুইদিন ধরে আত্মীয়স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে বাঞ্চানগর এলাকার ভূঁইয়া বাড়ির একটি ডোবায় একটি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাটি জানতে পেরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশটি নুরুল আমীনের বলে শনাক্ত করেন।
নিহত নুরুল আমীনের মৃগি রোগ ছিল বলেও দাবি জহির হোসেনের।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক আবু তাহের জানান, ডোবা থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।