নিখোঁজের সাতদিন পর সেফটিক ট্যাংকে শিশুর লাশ

গোপালগঞ্জে নিখোঁজের সাতদিন পর সেফটিক ট্যাংকের ভেতরে মরিয়ম খাতুন (৪) নামের এক শিশুর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নিজ বাড়ির শৌচাগারের সেফটিক ট্যাংকের ভেতর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মরিয়ম খাতুন সুলতানশাহী গ্রামের সৌদি আরব প্রবাসী এমদাদুল হকের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ৭ অক্টোবর থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে সৌদি প্রবাসী বাবার কাছে ৮ অক্টোবর ফোন করা হয়। এ ঘটনার পর ওই দিনই মরিয়মের চাচা থানায় একটি অভিযোগ দাখিল করেন। মঙ্গলবার এ ঘটনার তদন্ত করতে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। এ সময় বাড়ির পাশের শৌচাগারের সেফটিক ট্যাংকের ভেতর থেকে পঁচা গন্ধ পেয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ওই শিশুর গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চাচা নাসির উদ্দিনসহ তিনজনকে থানায় আনা হয়েছে।