চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা!

লক্ষ্মীপুরে বাবার কোলে থাকা এই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ফারুক নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুকের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার বাসটার্মিনাল এলাকার একটি বাড়ি থেকে ফারুক ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে ফারুক পালিয়ে যান। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। পরে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুর বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।