নেত্রকোনায় দুটি পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

নেত্রকোনায় শহরের বড় স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিংয়ে আজ সোমবার একটি ট্রেন একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান ও রানা জানান, আজ সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে নেত্রকোনা বড় স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিং পৌঁছামাত্র একটি ট্রাক রাস্তা পার হতে গিয়ে সামনে থাকা রিকশা ও অটোরিকশার জন্য থেমে যায়।
এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। ট্রেন ও ট্রাকের ধাক্কায় ট্রেনে থাকা দুজন, ট্রাকের চালক ও তাঁর সহকারী, অটোরিকশার যাত্রী, রিকশার যাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের জামাল মিয়া (৪০), পূর্বধলা উপজেলার সবুজ (৪৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোবারক (২০)।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত সবুজ নামে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বলেন, ‘খবরটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে আসি। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে, নেত্রকোনা জেলা শহরের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয়ের সামনের সড়কে অটোরিকশাচাপায় শহর বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহর বানু পারলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
নিহত শহর বানুর মেয়ে রোকেয়া জানান, রাতে তাঁর মা এলজিইডি অফিসে রান্নার কাজ শেষে সড়কে বের হলে একটি দ্রুতগামী অটোরিকশা তাঁকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।