নেত্রকোনায় বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা

নেত্রকোনায় অবস্থানরত ১৬ জন বিদেশি নাগরিকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে করণীয় নির্ধারণে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
জেলা পুলিশ সুপার বলেন, সদর, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থায় ১৬ বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাফেরা করতে পারেন সে জন্য অধিক সতর্কতা নেওয়া হয়েছে। এই নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনায় অবস্থানকালে কোনো বিদেশি নাগরিক যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন মনে করেন তা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।