জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই : মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম নিয়েছে।
আজ রোববার দুপুরে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে (নাটা) বাংলাদেশ সিভিল সার্ভিসের নবীন কর্মকর্তাদের জন্য আয়োজিত ছয় মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনসহ জনসেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তৈরি হতে হবে।
নাটার মহাপরিচালক ড. মুহাম্মদ মাতহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সিভিল সার্ভিসের আটটি ক্যাডারের ৩৮ জন নবীন কর্মকর্তা ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
পরে একাডেমি প্রাঙ্গণে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একটি নারকেল গাছের চারা রোপণ করেন।