জাফরউল্লাহর জন্য ভোট চাইলেন খন্দকার মোশাররফ

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও প্রবাসীকল্যাণমন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় জনগণের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ রকম নেতাকে ভোট না দিলে আপনারা ঠকবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কাজী জাফরউল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ‘কাজী জাফরউল্লাহ আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতাদের মধ্যে একজন প্রথম সারির নেতা। তিনি রাজনীতিতে আমারও নেতা। এ রকম নেতাকে ভোট না দিলে আপনারা ঠকবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কাজী জাফরউল্লাহ গত নির্বাচনে পরাজিত হয়েও এলাকার উন্নয়নে প্রতি মাসে আমার কাছে গিয়েছেন।’
‘সুতরাং আপনারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কাজে একত্র থাকব। শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, এই ধারা অব্যাহত রাখতে আপনারা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন,’ যোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে কথা বলেন ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহ। এ ছাড়া কথা বলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সায়েম আমীর ফয়সাল প্রমুখ।