চুয়াডাঙ্গায় জেলা যুবদলের সভাপতিকে কুপিয়ে জখম

হামলার শিকার চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজারকে (ইনসেটে) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজারকে (৪০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত ৯টার দিকে পৌরসভার বাগানপাড়া এলাকায় বাড়ির পাশে দোকানে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় তাঁকে।
আহত যুবদল নেতাকে সংকটাপন্ন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কে বা কারা কুপিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি।