গোপালগঞ্জে বাস-মাহেন্দ্রর সংঘর্ষে ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

গোপালগঞ্জে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন মাহেন্দ্র আরাহী আহত হন। আজ রোববার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পেট্রল পাম্পের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিমন মুন্সি (২৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামের মোমরেজ মুন্সির ছেলে। তিনি রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বলেন, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস গিমাডাঙ্গা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মাহেন্দ্রর পাঁচজন আরোহী আহত হয়। আহতদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর লিমনের মৃত্যু হয়।
আহত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেষ বসুকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে। আহত অপর তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নিহত লিমনের মরদেহ টুঙ্গিপাড়া হাসপাতালে রয়েছে বলে জানান এসআই আহাদুজ্জামান।