ময়মনসিংহে বর্জ্য ফেলা নিয়ে দ্বন্দ্ব, পৌরসভার মামলা

ময়মনসিংহ পৌরসভার ময়লা-আবর্জনা ময়লাকান্দায় নিজস্ব ভূমিতে ফেলায় এলাকাবাসী পৌরসভার গাড়ি ভাঙচুর ও চালকসহ পাঁচ পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেছে। এই অভিযোগে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, দুই ইউপি সদস্যসহ ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পরিচ্ছন্নতাবিষয়ক পরিদর্শক দীপক মজুমদার এই মামলা করেন।
মামলায় চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য সামসু ও বকুলসহ অজ্ঞাত চার থেকে পাঁচশজনের কথা উল্লেখ করা হয়েছে।
দীপক মজুমদার জানান, ময়লা-আবর্জনা ফেলা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা গতকাল বিকেলে পৌর পরিচ্ছন্নতাকর্মী সঞ্জীব হরিজন, রহিম, আলী হোসেন, চালক মুরাদ ও রফিককে মারধর করে। এ সময় তারা ময়লাবাহী ট্রাকও ভাঙচুর করে। এসব ঘটনায় নেতৃত্ব দেওয়ায় চর ঈশ্বরদিয়া ইউপির চেয়ারম্যান ও দুই সদস্যসহ আরো অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে পরিবেশদূষণ রোধ ও বর্জ্য অব্যবস্থাপনার প্রতিবাদে এবং ময়লাকান্দায় বর্জ্য ফেলা বন্ধের দাবিতে গতকাল ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে এলাকাবাসী। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন চর ঈশ্বরদিয়া ইউপির চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য বকুল ও সামসু, স্থানীয় সমাজসেবক তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান হবি, ইদ্রিস আলী প্রমুখ।