প্রশ্ন ফাঁস সন্দেহে ইউজিসি কর্মকর্তাসহ আটক ৩

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হয়ে গেল। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৩টি পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
urgentPhoto
এদিকে, পরীক্ষা শুরুর ঠিক পরপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তবে এ জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়নি।
পরীক্ষাকেন্দ্রগুলো নির্বিঘ্ন রাখতে পরীক্ষাকক্ষে কোনো গণমাধ্যমকর্মী বা বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে অপেক্ষায় ছিলেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের অভিভাবকরা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে তিনি পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রতিটি আসনের বিপরীতে ২৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
র্যাব জানায়, পরীক্ষা শুরুর পর রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ইউজিসি কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এ সময় ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনকে আটক করা হয়। আটকের বিষয়টি র্যাব জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি।
এ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গত সাত দিনে মোট ৪২ জনকে আটক করা হয়েছে।