আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ২ নিরাপত্তাকর্মীর ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নামের একটি বিদ্যুৎকেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁরা গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে এ হামলা হয়। এতে আহত দুজন হলেন আলী আকবর ও আলী আজগর।
পুলিশ ও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে আশুগঞ্জের সোহাগপুর এলাকার ছয়-সাত দুর্বৃত্ত আজ ভোরে বিদ্যুৎকেন্দ্রের আবাসিক গেটে দুই নিরাপত্তাকর্মীর ওপর অতর্কিতে হামলা করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দুই নিরাপত্তাকর্মীকে। খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে কিশোরগঞ্জের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান বলেন, নিরাপত্তাকর্মীদের ওপর হামলা বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।