শেওড়াপাড়ায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর শেওড়াপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ খবর পায় ফায়ার সার্ভিস। তবে শেওড়াপাড়ার কোথায় আগুন লেগেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি সংস্থাটি।
এদিন সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, যে ব্যক্তিরা আমাদের ফোন করেছেন, তারা একেকজন একেক কথা বলছেন। কেউ বলছেন বাসাবাড়ি, কেউ বলছেন মার্কেট, কেউ বলছে মেট্রো স্টেশনের একপাশে থাকা ময়লার স্তূপে আগুন লেগেছে।
রাফি আল ফারুক আরও বলেন, আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি। আমাদের তিনটা ইউনিট রওনা হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।