জমির বিরোধে স্কুলছাত্রী খুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদা আক্তার (১৫) স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বালিয়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে ভাগ্নে জামাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে আবুল কাশেম জমিতে সার দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় প্রতিপক্ষের রামদার আঘাতে আবুল কাশেম (৫২), ভাই আবুল হাশেম (৪০), মেয়ে সাজেদা আক্তার (১৫) ও মৌসুমী আক্তার (১৪) গুরুতর জখম হন।
আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সাজেদার মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।