যুবলীগ নেতার ওপর একের পর এক ককটেল নিক্ষেপ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের দুই পক্ষের দ্বন্দ্বে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে সদর থানার সামনে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সমর্থকরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা সদরের নাপিতের মোড় এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। এর জন্য উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মনিরকে দায়ী করেছেন আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মনিরের নেতৃত্বে ২০ থেকে ২২ জনের একটি দল থানার কাছেই নাপিতের মোড় এলাকায় তাঁর ওপর ককটেল হামলা চালায়। এ সময় প্রাণভয়ে তিনি থানার দিকে দৌড় দেন। হামলাকারীরা তাঁকে পিছু ধাওয়া করে এবং তাঁর ওপর ১০ থেকে ১২টি ককটেল নিক্ষেপ করে।
পরে পুলিশ থানার সামনে থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।
রাত সোয়া ১০টার দিকে জাহাঙ্গীর আলমের কর্মী জালালকে মারধর করে আহত করেন মনিরের সমর্থকরা।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, থানার সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় ককটেল সাদৃশ্য দুটি বস্তুও উদ্ধার করা হয়েছে।