কুমিল্লায় ট্রাক উল্টে খাদে, ৭ শ্রমিক নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড চৌরাস্তাসংলগ্ন ধনপুর এলাকায় টিনবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামের শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮), গেরু মিয়া (৩০) ও জহিরুল ইসলাম। আহত জহিরুল ইসলামকে আজ সোমবার ঢাকায় নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আওয়াল জানান, নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। কম ভাড়ায় তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় বিস্তারিত জানা যায়নি। নিহত ব্যক্তিদের লাশ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক।