সংসদের দক্ষিণ প্লাজায় কাজী জাফরের জানাজা সম্পন্ন

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দ্বিতীয় জানাজা আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। ছবি : ফোকাস বাংলা
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা হয়।
এর আগে সকাল ৮টায় টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশের শেডে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কাজী জাফরের দ্বিতীয় জানাজায় আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম, সিপিবির হায়দার আকবর খান রনো, বিএনপির হান্নান শাহসহ ২০-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এর পর তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এ ছাড়া বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী জাফর আহমদ।