‘নৌকার নতুন মাঝি’র বিরুদ্ধে ভোটারদের ওপর হামলার অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও ভোটারদের মারপিট করার অভিযোগ উঠেছে। ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিনা সুলতানা আজ শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সামিনা সুলতানা জানান, নৌকার মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি আবুল কালাম আজাদ ঘোড়া প্রতীকের সমর্থকদের প্রচারণা চালাতে দিচ্ছেন না। নারী-পুরুষ কাউকে প্রচারণায় পেলেই লোকজন নিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছেন তিনি!
এরই মধ্যে ঘোড়ার প্রচারণা চালাতে গিয়ে কালামের লোকজনদের হুমকি-ধামকি ও হামলার শিকার হয়ে নারী-পুরুষ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হলেন জৈয়নপুর গ্রামের রবিন মিয়া, জেসমিন আক্তার, নিহার রঞ্জন, পাকগুয়া গ্রামের বাবুল মিয়া, বিনয় সরকার ও সমীরন সরকার। এ অবস্থায় ভোটাররা চরম আতঙ্কে থেকে ভাবছেন শেষ পর্যন্ত তারা ২৯ মার্চ নির্বাচনে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারবেন কি না।
এদিকে অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী কালামের সঙ্গে ফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে অপরদিকে এলাকার একাধিক ভোটার জানিয়েছেন, কালাম বিএনপির সময় বিএনপির প্রার্থী আর আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন।
মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মুরাদ গত ১৩ জানুয়ারি মৃত্যুবরণ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মুরাদের কাছে পরাজিত হয়েছিলেন তখনকার ধানের শীষের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এবার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আগে মুরাদের স্ত্রী সামিনা সুলতানা, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. কামরম্নল হাসান চৌধুরী, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবুল খায়ের মিলন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান কামরুল হাসান সায়েম, ঢাকা দক্ষিণ উত্তরা থানা আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক রিকু খান জনসংযোগ করে দলীয় মনোনয়ন চান। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে থাকা অবস্থায় আবুল কালাম আজাদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পরদিন উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সহ-সভাপতির পদ থেকে আজাদকে বহিষ্কার করে। অন্যদিকে মুরাদের স্ত্রী সামিনা সুলতানা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। তাঁর প্রতীক ঘোড়া।