নেত্রকোনায় দোকানপাটে হামলা, গাড়ি ভাঙচুর

নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর এলাকায় অটোরিকশার ভাড়া দেওয়া নিয়ে বিরোধে দোকানপাটে হামলা ও লুটপাট এবং তিনটি বাস ও একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। এ ব্যাপারে চারজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার গজিনপুর তিন রাস্তার মোড়ে শুক্রবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন দোকানদার মো. রফিকুল ইসলাম স্বপন ও গাজী আসলাম হোসেন। এ ঘটনায় নয়জনকে আসামি করে শনিবার দুপুরে নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গজিনপুর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম স্বপনের দোকানের সামনে চার দিন আগে গ্রামের ইয়াসিনের সঙ্গে পাশের শালজান গ্রামের মামুন মিয়ার অটো ভাড়া দেওয়া নিয়ে বিরোধ হয়। ওই দিনই স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস-মীমাংসা করে দেন। বিষয়টি একপক্ষ মেনে নিলেও অপর পক্ষ মেনে নিতে পারেনি। এরই জেরে বৃহস্পতিবার রাতে মামুন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলাম স্বপন, গাজী আসলাম হোসেন ও লুৎফুর মিয়ার দোকানঘরে হামলা চালায়। হামলাকারীরা তাদের দোকান ভাঙচুর ও লুটপাট চালায় এবং দোকানের সামনে থাকা তিনটি বাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম স্বপন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় শনিবার একটি মামলা করেন। স্বপন জানান, তাদের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা ২৭ হাজার টাকা লুট এবং চারটি যানবাহনের দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুরহান উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ পাঠিয়ে চারজনকে আটক করা হয়। শনিবার থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।