আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল আজ শনিবার রাজধানীর নাখালপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আজ শনিবার সকালে রাজধানীর নাখালপাড়ায় একটি স্কুল আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও র্যাবের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় না দিতে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধ যেই করুক আমরা কিন্তু ধরে ফেলছি। আমরা অপরাধীকে চিহ্নিত করেছি। অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, আমরা এরই মধ্যে নিয়েছি। কাজেই আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এ রকম চিন্তাভাবনা করা মোটেই উচিত নয়।’