দেশ এগিয়ে নিতে সমবায়ের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নেওয়া ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে নিতে হলে সমবায়ের কোনো বিকল্প নেই।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সমবায় অফিসের আয়োজনে ময়মনসিংহের বিভাগীয় সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে ১০০ দুস্থ নারীকে গরু পালনের জন্য অনুদানের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানা, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মজিদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো খলিণুর রহমান এবং সমবায়ী ও সমবায় কর্মকর্তারা।
এলজিআরডি মন্ত্রী বলেন, সমবায় ছাড়া জাতীয় উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠা সম্ভব নয়। সমবায়কে এগিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থায় নেই। বাংলাদেশের ও এই উপমহাদেশে সমবায় ব্যবস্থার প্রবর্তনও কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই এসেছে।
ময়মনসিংহ বিভাগীয় সমবায় অফিসের আয়োজনে বিভাগের সমবায় কর্মকর্তা ও কর্মচারীরা মতবিনিময় সভায় যোগ দেন।
এর আগে এলজিআরডি মন্ত্রী সমবায়ী, সংগঠন ও সমবায় কর্মকর্তাদের মতামত শোনেন। পরে তিনি সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সমবায়ী সংগঠনের নেতা আবুল হোসেন বলেন, সহজ শর্তে ব্যাংক ঋণ, বিদ্যমান সমবায় ব্যাংকগুলো সচল করা, সমবায় আইন যুগোপযোগী করা এবং একটি ওয়েবসাইট চালু করাসহ একটি নেটওয়ার্ক তৈরি করে সমবায়ীদের উৎপাদিত পণ্য ভোক্তাপর্যায়ে বিপণনের ব্যবস্থা করতে হবে।