নেত্রকোনায় সাবেক সংসদ সদস্যের পিস্তল চুরি

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুর বাসা থেকে তাঁর নিবন্ধন করা একটি পিস্তল চুরি হয়েছে। এ সময় গুলি, নগদ টাকা ও স্বর্ণালংকারও চুরি হয়।
গতকাল শনিবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শহরের মোক্তারপাড়ার বাসায় সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু ও তাঁর স্ত্রী দীনা আশরাফ দ্বিতীয়তলার একটি কক্ষে ঘুমিয়েছিলেন। চোরের দল দ্বিতীয়তলার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি খুলে নিবন্ধন করা টো টো বারের পিস্তল, ২১টি গুলি, একটি শটগান, ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোনসেট ও দুটি স্বর্ণের আংটি নিয়ে যায়।
আজ সকালে ঘুম থেকে ওঠে বাসার লোকজন ঘটনা দেখে পুলিশকে জানায়। পরে বাসার পাশের একটি নর্দমা থেকে শটগানটি উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।