সিরাজদিখানে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বালুরচর ইউনিয়নের খাসকান্দি (চরেরগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের কুয়েত প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী হোসনে আরা (৪০)।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পাঁচ-সাতজনের একদল দুর্বৃত্ত গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুয়েত প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে এসে টিনের ঘরের বেড়া কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরের লোকজন চিৎকার দিতে থাকলে দুর্বৃত্তরা গৃহবধূ হোসনে আরার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ও কয়েকটি ককটেল বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূ মারা যান।
সিরাজদিখান থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত শেষে পরিষ্কার বোঝা যাবে। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। এখনো মামলা হয়নি।