পাবনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী স্মরণে আজ শুক্রবার ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল।
বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে ফারুক হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক সাইদ হাসান দারা, সংগঠনের আজীবন সদস্য ভাস্কর চক্রবর্তী, হাফিজ রতন, তরুণ দাস মদন, আমিনুল হক, সাংবাদিক কাজী বাবলা, সৈকত আফরোজ আসাদ, বিপুল জ্যোতি কুণ্ডু, অনন কুমার, রাকিব শান্ত, বিদ্যুৎ, বুলবুল, আবিদ, নাইমুল ইসলাম প্রমুখ।
সদস্য-সচিব মুস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রথমেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার এবং সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।