ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহের সামাজিক সংগঠন ‘আকুয়া ডিফেন্স পার্টি’র উদ্যোগে গতকাল শুক্রবার রাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি
ময়মনসিংহের সামাজিক সংগঠন ‘আকুয়া ডিফেন্স পার্টি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। ।
সংগঠনের সভাপতি হাজী দুলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন টোটাল গ্রুপের চেয়ারম্যান গোলাম আম্বিয়া দুলাল, শুভেচ্ছা সঞ্চয়ী জোটের সহসভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি ও এনটিভির নিজস্ব প্রতিবেদক আইয়ুব আলী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে শতাধিক দুঃস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা দিয়েছেন শুভেচ্ছা সঞ্চয়ী জোট, টোটাল গ্রুপ ও মোসলেম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের সচ্ছল মানুষদের দুঃস্থদের শীত নিবারণে এগিয়ে আসার আহ্বান জানান।