আজ জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রা

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে আজ সোমবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা’ হবে। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সকালে জেলা পরিষদ ডাক বাংলোয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর সকাল ১০টায় শহরের গেইটপাড় এলাকা থেকে শুরু হবে পদযাত্রা। দয়াময়ী মোড়, তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষ হবে ফৌজদারি মোড়ে। সেখানে অনুষ্ঠিত হবে পথসভা।
পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পথসভা সফল করতে মঞ্চ ও তোরণ নির্মাণ, ব্যানার-পোস্টার লাগানোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, গতকাল রোববার (২৭ জুলাই) শেরপুরে পদযাত্রা ও পথসভা শেষে রাতে এনসিপির নেতৃবৃন্দ সড়কপথে জামালপুরে এসে পৌঁছান। পরে রাতেই হযরত শাহ জামাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।
আজকের কর্মসূচি শেষে দুপুরে এনসিপি নেতৃবৃন্দের ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।