তরুণরাই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, ‘আজকের তরুণ-তরুণীরাই বিদেশে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে। তারাই উপযুক্ত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে দেশের গন্ডি পেড়িয়ে বিশ্বে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যুব গেমসের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।
সেনাবাহিনীর প্রধান বলেন, ‘জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদীয়মান খেলোয়াড়রা অনুশীলনের মধ্যমে তাঁদের প্রতিভা ও মেধা বিকাশ ঘটাবে।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
এর আগে কাবাডি ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ঘাটাইল সেনানিবাসের এরিয়া কমান্ডার, জেলা প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও বিভাগীয় ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।