মুদি দোকানে বিনামূল্যের বই, আরো তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহে বিনামূল্যের পাঠ্যবই অবৈধভাবে মজুদের অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজনসহ পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি
ময়মনসিংহে বিনামূল্যে বিতরণের নতুন পাঠ্যবই মজুদ করে রাখার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাদ্দাম হোসেন (২৫), জাহাঙ্গীর আলম রতন (২৯) ও আল আমীন (২৯)।
এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরতলীর কালিকাপুর এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালান জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস। এ সময় দোকানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির দেড় হাজার বই পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় দোকানের মালিক ইসরাফিলকে (৩২)। পরে ইসরাফিলের দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ইসরাফিলসহ চারজনকে আজ ময়মনসিংহ আদালতে সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।