নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণসভা

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনায় শিল্পীর নিজ সাংস্কৃতিক সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত এ গুণী শিল্পীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন শিকড়ের সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, খন্দকার আনিসুর রহমান, অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, শিকড়ের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন প্রমুখ।
এর আগে বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর গাওয়া ও লেখা গান পরিবেশন করেন শিকড় উন্নয়ন কর্মসূচির শিল্পীরা।
বারী সিদ্দিকীর জন্ম মহুয়া মলুয়ার জেলা নেত্রকোনায় ১৯৫৪ সালের ১৫ নভেম্বর। শৈশবে পরিবারেই তাঁর বাঁশি ও গান শেখার হাতেখড়ি। কিশোর বয়সে নেত্রকোনায় শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম নিতে শুরু করেন বারী সিদ্দিকী। নেত্রকোনার সাংস্কৃতিক সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বারী সিদ্দিকী।
গত ২৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী বারী সিদ্দিকী। নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কারলি গ্রামের বাউলবাড়িতে চিরনিদ্রায় শায়িত হন তিনি।